পৌর নির্বাচনে ৪ ওয়ার্ডে কাউন্সিলর পদে যীশু সকলের সহযোগীতা

স্টাফ রিপোর্টার॥ আসন্ন মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমেশ দাস যীশু কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার মত প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং দলমত সবশ্রেণী পেশার মানুষের কাছে তিনি দোয়া প্রার্থনা করে তাকে সহযোগীতার জন্য আহবান জানিয়েছেন।
জানা যায়,সুমেশ দাস যীশু এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি সম্পৃক্ত রয়েছেন। মৌলভীবাজার পৌরসভার সাধারণ মানুষের মধ্যে ব্যক্তি ইমেজ তার একটি আলাদা গ্রহনযোগ্যতা রয়েছে। ফলে আগামী পৌরসভা নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে সংশ্লিষ্ট স্থানীয় পৌরসভার বাসিন্দাদের অভিমত।
আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিস্কার- পরিচ্ছন্ন, আলোকিত ও মানবিক ৪নং ওয়ার্ড গড়ার স্বপ্নযাত্রা, তার এ স্বপ্ন ঘুমের ভেতর দেখা স্বপ্ন নয়, এ স্বপ্ন বাস্তবায়িত করার স্বপ্ন। ৪নং ওয়ার্ডকে কল্যাণকর ওয়ার্ডের রোল মডেল হিসেবে গড়তে চান তিনি।
তিনি বলেন,আপনাদের পরামর্শকে আমি মাথায় তোলে উন্নয়নের সাথী হতে চাই। এই প্রত্যাশা নিয়ে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সুমেশ দাস যীশু এরই মধ্যে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এদিকে বিভিন্ন সময়ে ঘরোয়া ও উঠান বৈঠকে পৌর নাগরিকের কাছে অঙ্গীকার প্রকাশ করে তিনি বলেন, বিজয়ী হলে তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে পৌরসভার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন। আগামী পৌরসভা নির্বাচনে পৌরসভার কাউন্সিলর প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। ফলে অনেক সুবিধেও রয়েছে তার পক্ষে।
সুমেশ দাস যীশু বলেন, নির্বাচনে বিজয়ী হলে এলাকার সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিবেন। সার্বিক দিক বিবেচনা করে আগামী পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আমাকে বিজয়ী করতে এলাকাবাসীর সহযোগিতা আশীর্বাদ ও দোয়া কামনা করি।
মন্তব্য করুন