শ্রীমঙ্গলে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 9, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা করেছে পৌর বিএনপি।

রোববার, ৮ সেপ্টেম্বর রাতে মহসিন নিবাসে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু। এসময় দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন প্রধান অতিথি মহসিন মিয়া মধু।

পৌর বিএনপির আহ্বায়ক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী. শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র বিএনপি নেতা কাজী আব্দুল করিম, আব্দুল জব্বার আজাদ ও সাবেক পৌর কাউন্সিলর মিল্লাদ হোসেন। সভায় বিএনপি নেতা আতিকুর রহমান জরিফ, মো: সেলিম মিয়া, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আলকাছ মিয়া, বিএনপি নেতা এম এ কাইয়ূম, নজরুল ইসলাম, টিটু দাস ও মোবারক হোসেন। এছাড়াও পৌর বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com