পৌর শহরের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ

January 13, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় ফুটপাত থেকে অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করেছে পৌরসভা ও মডেল থানা পুলিশ। এসময় ফুটপাতে বসা দোকানগুলোর মালপত্র মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ নিজেই সরিয়ে দেন।

রবিবার ১৩ জানুয়ারী দুপুরে এ অভিযান শুরু করে মডেল থানা পুলিশ। এ অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানায়  আইনশূংখলা বাহিনী।

এর আগে সকালে জেলা প্রশাসকের হলরুমে আইনশূংখলা কমিটি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান,জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুর রহমান বাবুলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি ও উপজেলার চেয়ারম্যানবৃন্দ।

আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতে সদ্য প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর স্মরণে আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com