প্রতিমা বিসর্জনের গাড়ি বহরের হামলায় সাইদুলের ৫ বছরের সশ্রম কারাদন্ড

February 5, 2019,

স্টাফ রিপোর্টার॥ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার প্রস্তুতির সময় শহরের চৌমুহনায় প্রতিমাবাহী ২টি গাড়িতে হামলার ঘটনায় আদালত মোঃ সাইদুল ইসলাম নামের এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্ধদন্ড করেছেন।
৩ ফেব্রুয়ারি রোববার মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতের বিচারক শান্তি চন্দ্র দেবনাথ দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী-২০০৯) এর ৪ ধারা অনুয়ায়ী রায় দেন। রায়ে অভিযুক্ত মোঃ সাইদুল ইসলাম (২৮), পিতা : মৃত নুরুল ইসলাম, উত্তর জগন্নাথপুর, মৌলভীবাজার সদরকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদাালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্ধদন্ড ও অনাদায়ে তাকে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ রায়ের প্রতি সন্তুঠি প্রকাশ করেছেন জেলা জজ আদালতের পি.পি এস এম আজাদুর রহমান।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৯ অক্টোবর শুক্রবার বিকালে সাড়ে তিনটায় শহরের বিভিন্ন মন্ডপ থেকে মুর্তি নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এম সাইফুর রহমান সড়কের কালি বাড়ির সামনে জড়ো হওয়ার সময় অভিযুক্ত মোঃ সাইদুল ইসলাম নামের এক যুবক চৌমুহনা এলাকায় প্রতিমা নিয়ে আসা ২টি গাড়ির সামনের গ্লাস দা দিয়ে আঘাত করে ভেঙে। তাৎক্ষণিক স্থানীরা তাকে ধরে গনধোলাই দিয়ে কর্তব্যরত পুলিশের কাছে সোর্পোদ করে। পুলিশ তাকে গ্রেপ্তাার করে থানায় নিয়ে যায়।
সে শহরের চৌমুহনা এলালাকার একটি চশমার দোকানের কর্মচারী ছিল। এ ঘটনার পর জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ঘটনা স্থল চৌমুহনায় পৌছান ও হিন্দু ধর্মালম্বীদের বিচারের বিষয়ে আস্বস্থ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com