প্রধানমন্ত্রী ইউনিয়ন তথ্য সেবা উদ্বোধন করলেন : যুক্ত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক

November 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে।
১১ নভেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৫০১টি ইউনিয়নে একযোগে উদ্বোধন করেন।
তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অনলাইন সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনলাইন সম্মেলনে মৌলভীবাজার প্রান্তে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপনের ফলে সাধারণ নাগরিকগণ এখন সহজে কম খরচে ও ঝামেলাহীনভাবে প্রায় ১০৬ ধরনের সরকারি ও বেসরকারি সেবা ইউডিসি থেকে পাচ্ছে মর্মে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com