প্রেসক্লাবের সম্মুখে ক্লক টাওয়ারের উদ্বোধন

January 21, 2021,

স্টাফ রিপোর্টার ১৮ লক্ষ টাকা ব্যায়ে  প্রবাসী ও পৌরসভার যৌথ উদ্যোগে উঁচু নান্দনিক ক্লক টাওয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২১ জানুয়ারি বিকেল ৩ টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে সড়ক ও জনপথের রাস্তার এক কোনে নান্দনিক ক্লক টাওয়ার এর উদ্বোধন করেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন খাঁন, পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মোঃ আব্দুল মালিক, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, ইমজার সাধারণ সম্পাদক বকশী মিজবাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক রেনু, সমাজর্কমী চৌধুরী মোহাম্মদ মেরাজসহ পৌরসভার কর্মকতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবিন্দরা। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম মোঃ কুতুব উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com