ফরিদপুরের দুই পরিচ্ছিন্ন কর্মী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
April 13, 2016,
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ফরিদপুর পৌরসভার পরিচ্ছিন্ন দুই কর্মী মানিক জমাদ্দার ও ভরত জমাদ্দার কে কর্মরত থাকা অবস্থায় কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে শ্রীমঙ্গল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল চৌমুহলা চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় হরিজন সম্পাদায় ও তাদের সংগঠন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আধিকার আন্দোলনের সভাপতি পরিমল সিং বাড়াইক, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, হরিজন এক্য পরিষদের কেন্দ্রেীয় সভাপতি সুনীল কুমার মৃধা, বিডিইআরএস এর যুগ্ন সম্পাদক অমৃত দাস বিদ্যাসাগর, লক্ষী রাণী রবি দাস, রীতা হরিজন, রুপা লাল, দিলিপ ও রঞ্জন প্রমুখ।
বক্তরা তাদের দুই কর্মীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
মন্তব্য করুন