ফলো আপ- মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত : লাইন মেরামত ও উদ্ধার কাজ চলছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সাতগাঁও স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনও সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন মেরামত ও উদ্ধার কাজ চলছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ৭ নভেম্বর শনিবার দূপুর সোয়া ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন অতিক্রম করে ট্রেনটির সিলেট যাওয়ার পথে ৭টি বগি লাইনচ্যুত হয়। বগি লাইনচ্যুতি হওয়ায় এ সময় কন্টেনার থেকে বিপুল পরিমান তেল ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিভিন্ন ভাবে ওই তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েন।
রেলওয়ে কুলাউড়া অঞ্চলের সহকারি প্রকৌশলী দুলাল চন্দ্র দাশ জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দূর্ঘটনা স্থলে পৌছে দূপুর সোয়া ২টা থেকে উদ্ধার কাজ করে যাচ্ছে। অপর দিকে মুল উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওয়ানা হয়েছে। রেল, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হয়েছে। রেল লাইন সচল করতে রাত ১০ টা পর্যন্ত লাগতে পারে।
শ্রীমঙ্গল রেল ষ্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, তেল বাহী ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি তার উচ্চপদস্ত কর্মকর্তাদের দুর্ঘটনার কথা জানিয়েছেন। তিনি আরো জানান, জয়ন্তীকা ট্রেন শ্রীমঙ্গলে ও শায়েস্থাগঞ্জে পাহারিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
মন্তব্য করুন