শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সারা দেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে

November 8, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আজ দ্বিতীয় দিনের মতো সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া ও আখাউড়া থেকে আসা উদ্ধারকারী দু’টি ট্রেন লাইন মেরামত ও উদ্ধার কাজ বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছে।
দূর্ঘটনার কারণ জানতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ মঈনুল হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য শনিবার দূপুর সোয়া ১২ টার দিকে সিলেট যাওয়ার সময় সাতগাঁও রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ৪টি বগি উল্টে গেলে ওয়াগানে থাকা পেট্রোল, ডিজেল ও কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা বিভিন্ন ভাবে ওই তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েন।
রেলওয়ে কুলাউড়া অঞ্চলের সহকারি প্রকৌশলী দুলাল চন্দ্র দাশ জানান, রেল লাইন, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হয়েছে। দূর্ঘনার পর থেকে প্রায় ১২৫ জন শ্রমিক রেল লাইন সচল করতে বিরামহীন কাজ করে যাচ্ছে। লাইন চালু হতে আরও ২ ঘন্টা সময় লাগতে পারে।
শ্রীমঙ্গল রেল ষ্টেশনের সহকারী স্টেশন মাস্টার উদয় কুশল সিংহ জানান, দূর্ঘটনার পর সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com