ফিউচার ব্রাইট একাডেমীর উদ্যোগে বাংলা বর্ষবরন

April 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলা নববর্ষ ১৪২৪ সনের ১লা বৈশাখ পালন উপলক্ষে ফিউচার ব্রাইট একাডেমী এর উদ্যোগে ১৪এপ্রিল দুপুরে বর্নাঢ্য বর্ষবরন অনুষ্ঠান একাডেমীর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ফিউচার ব্রাইট একাডেমীর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বর্নাঢ্য বর্ষবরন অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বিশেষ বিশিস্ট ছড়াকার মুহিদুর রহমান,রেড ক্রিসেন্ট মৌলভীবাজারে আজীন সদস্য উপনন্দ বর্মন, সমাজ সেবক সাব্বির আহমদ,কাজী মাহফুজুর রহমান ও একাডেমীর পরিচালক মোঃ সেলিম। বক্তব্য রাখেন শির্ক্ষাথী মুনতাহা শামছি,আতিকুন নাহার,স্ঞ্জয় প্রমুখ। অতিথিরা পরে বর্ষ বরন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনৃষ্ঠান উপভোগ করেন ও মধ্যান্ন ভোজে মিলিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com