ফয়সল চৌধুরী স্কটল্যান্ড এ প্রথমবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির এম,পি মনোনয়ন পেয়েছেন
স্টাফ রিপোর্টার॥ ৮ জুন ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে এডিনবরাহ সাউথ-ওয়েস্ট আসনে লেবার পার্টির প্রার্থীর নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে ব্যাপক পরিসরে কাজ করে যাচ্ছে লেবার পার্টির টিম।
১৪ মে রোববার স্কটল্যান্ড এডিনবরাহ সাউথ-ওয়েস্ট আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কাজ শুরু করেন বৃটেনে লেবার পার্টির লিডার জার্মি কারবাইন (ঔবৎবসু ঈড়ৎনুহ)। নির্বাচনে প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর বিজয় সুনিশ্চিত করতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যারাত্র পর্যন্তর্ এডিনবরাহ সাউথ-ওয়েস্টর্ আসনে জন্যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নির্বাচণী প্রচারের প্রাককালে ফয়সল চৌধুরী এম,বি,ই,ইত্তেফাক জানান জয়ে ব্যাপারে তিনি আশাবাদী,তার জয়ের বাধ্যমে বাংলাদেশ ও বৃটেনের মধ্যে মেইল বন্ধন সুষ্ঠি করতে চান। এবার স্কটল্যান্ড এ প্রথমবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির এম,পি মনোনয়ন পেয়েছেন বৃটেনে বাংলাদেশী বংশ্বোভুত ফয়সল চৌধুরী এম,বি,ই্। তাঁকে স্কটল্যান্ড এর সবচেয়ে লেবার পার্টি র সম্মানিত আসন এডিনবরাহ সাউথ- ওয়েস্ট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ফয়সল চৌধুরী এম,বি,ই,স্কটল্যান্ড এর এডিনবরাহতে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট ও সামাজিক কর্মকান্ডের একজন সফল সংগঠক হিসাবে সুপরিচিত। তাঁর এ সামাজিক ও আন্তর্জাতিক কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটেনের রানী এলিজাবেথ২ থেকে অতি সম্মান জনক রাজকিয় উপাধি মেম্বার অব ব্রিটিশ এ¤পায়ার যা সংক্ষেপে (এম,বি ই) লাভ করেন। তিনি এডিনবরাহ ও লুদিয়ান্স রিজিউন্যাল ইকুয়ালিটি কাউনসিলের বর্তমান চেয়ারম্যান।
ফয়সল চৌধুরী এম,বি,ই হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানাধিন বদরদি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মরহুম গুলাম রব্বানি চৌধুরী সাহেবের পুত্র,মৌলভিবাজার জেলার কামালপুর ইউনিয়নের নালীহুরী গ্রামের বড় বাড়ীর আন্তর্জাতিক ভাবে সুপরিচিত ডঃ ওয়ালী তসর উদ্দিন এম,বি,ই ও সরফ উদ্দিন এর ভাগিনা এবং মৌলভিবাজার জেলার বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মীর্জা মাহবুব উদ্দিন বেগ এর জামাতা। ফয়সল চৌধুরী এম,বি,ই দেশবাসীর কাছে দয়া,আশিরবাদ ও সমর্থন কামনা করেন।
মন্তব্য করুন