বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে সোমবার বিকেলে মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামে টান টান উত্তেজনা পূর্ণ সমাপনী খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠান পৌর মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি আক্তারুজ্জামান। ১৪ এপ্রিল পৌর অঞ্চলের ১৪টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে মৌলভীবাজার পৌরসভা। ফাইনাল খেলায় বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বড়কাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মন্তব্য করুন