বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

August 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট রোববার দূপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ ক্ষতিগ্রস্ত বেকার হোটেল শ্রমিক ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে চেক তুলে দেন জেলা প্রশাসক ।
অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মেহেদী হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার, সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক শাখা এর ডিজিএম দুলন কান্তি চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com