বড়লেখায় অটোচালক দম্পতিকে মারধর, আদালতের সমনজারিতে বাদিকে হুমকি-ধমকির অভিযোগ

July 16, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় অটোচালক দম্পতিকে মারধরের ঘটনায় আদালতের সমন জারির খবরে আসামিরা বাদিকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের জহুদনগর-৮২ গ্রামের অটোচালক শাহজাহান আহমদের স্ত্রী রহিমা বেগম তাদের দখলিয় খাস জমিতে চলিত বছরের ২৫ মার্চ পানি পানের কূয়া খনন করাকালিন পাশের বাড়ির জনৈক রুজি বেগম মাটি খননে বাঁধা দেন। তর্কাতর্কির এক পর্যায়ে মামুন মিয়া, হারুন আহমদ, রুজি বেগম রমিহার সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। হট্টগোল শুনে রহিমা বেগমের স্বামী অটোচালক শাহজাহান আহমদ প্রতিবাদ করলে তারা সঙ্গবদ্ধভাবে রহিমা বেগম ও শাহজাহান আহমদকে চড়-থাপ্পড়, কিলঘুষি ও লাটি দিয়ে আঘাত করলে তাদের রক্তাক্ত জখম হয়। এঘটনায় ২৮ মার্চ আহত শাহজাহান আহমদ প্রতিপক্ষের মামুন মিয়া, হারুন মিয়া ও রুজি বেগমকে আসামি করে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরপর স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিরা বিষয়টির আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বাদি শাহজাহান মিয়া আপস মানলেও আসামিরা না মানায় স্থানীয়ভাবে সমাধান করা যায়নি।
জখমি অটোচালক শাহজাহান মিয়া অভিযোগ করেন, আদালতের নির্দেশে পুলিশ মামাটি তদন্ত করে সত্যতা পায়। প্রতিবেদন জমা দিলে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। এরপর ক্ষীপ্ত হয়ে আসামিরা নানাভাবে তাকে ও তার স্ত্রীকে হুমকি ধমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com