বড়লেখায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩১৩ মেট্রিক টন, আনুষ্ঠানিক ভাবে ধান সংগ্রহ শুরু
আব্দুর রব॥ বড়লেখায় প্রধান অতিথি হিসাবে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
বুধবার ৬ ডিসেম্বর দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে ২ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এবার উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকা থেকে সর্বমোট ৩১৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধান সংগ্রহ অভিযান।
উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল সুত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আরিফ খান, সাংবাদিক আব্দুর রব, চাল ব্যবসায়ি আব্দুল জব্বার প্রমুখ।
মন্তব্য করুন