বড়লেখায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইটসলিং কাজে অনিয়মের অভিযোগ

August 17, 2024,

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলীর বিরুদ্ধে একটি গ্রামীণ রাস্তার ইটসলিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সঠিক পরিমাণ বালু না দিয়ে কাদার উপর ইট বিছিয়ে সলিং করায় এলাকাবাসি কর্দমাক্ত রাস্তায় ভোগান্তি পোহাচ্ছেন।

জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিখা) কর্মসূচি, অর্থবছর ২০২৩-২০২৪ খ্রি. ৩য় পর্যায় নির্বাচনী খাত, প্রকল্পের দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গৌড়নগর গ্রামের দুলা মিয়ার বাড়ি হতে গৌড়নগর পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত রাস্তার ইটসলিং কাজে ৬ মেট্টিক টন গম বরাদ্দ মিলে, যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য লিয়াকত আলী দুই কিস্তিতে বরাদ্দের গম উত্তোলন করেন। ৩০ জুনের মধ্যে বরাদ্দ অনুযায়ি ২৭০ ফুট রাস্তায় ইটসলিং করার কথা থাকলেও তিনি মাত্র ১৯৫ ফুট ইটসলিং করেন। গণমাধ্যমকর্মী ও এলাকাবাসির অভিযোগে অবশেষে তিনি গত ১৭ জুলাই সঠিকভাবে বালু না দিয়ে কাদার উপর আরো প্রায় ৫০ ফুট ইটসলিং কাজ করেছেন। এতে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় ভোক্তভোগীরা বলেন, ইউপি সদস্য লিয়াকত আলী আওয়ামী লীগ নেতা হওয়ায় তিনি দুই লাখ টাকার বরাদ্দ কাজের মাত্র দুই তৃতীয়াংশ করে বাকি অর্থ আত্মসাৎ করেন। ওই কাজও তিনি সঠিকভাবে করেননি। যে পরিমাণ বালু দেওয়ার কথা তা না দিয়ে কাদামাটির উপর ইট বিছিয়ে দেন। বাকি কাজের তাগিদ দিলে তিনি উচ্ছবাচ্য করেন। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের পরিদর্শণের কারণে আরো প্রায় ৫০ ফুট সলিং করেন। কিন্তু সঠিকভাবে ইটের ফাঁক বন্ধ না করে প্রয়োজনীয় বালু না দিয়ে কাদার উপর ইটসলিং করায় ওই রাস্তায় চলাচলে এলাকাবাসির দুর্ভোগ আরো বেড়েছে।

ইউপি সদস্য লিয়াকত আলী জানান, বরাদ্দ অনুযায়ি তিনি কাজ করেন। প্রকল্প অনুযায়ি কাজ কিছুটা কম হওয়ায় পরবর্তীতে (১৭ জুলাই) বাকি অংশ সম্পন্ন করেছেন। তার দাবি তিনি কাজে কোনো অনিয়ম করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন না করার অভিযোগ পেয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পান। অবশিষ্ট অংশ সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য লিয়াকত আলী’কে বলেছিলেন। তিনি বাকি কাজ করেছেন জানিয়েছেন। কাজে অনিয়মের অভিযোগ উঠায় প্রকল্পটি আবারও পরিদর্শন করে দেখবেন। কোনো অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com