বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন
আব্দুর রব॥ বড়লেখায় ‘সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই’ এই শ্লোগানকে সামনে রেখে ১৫ মে সোমবার দুপুরে এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার উদ্যোগে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৪ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার তাগিদে ব্যাংক কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার কর্মকর্তা নাকিব হাসানের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস।
স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠান শেষে এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী ও টিফিন বিতরণ করা হয়।
মন্তব্য করুন