বড়লেখায় টেকাহালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
November 20, 2023,
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে চারজন অভিভাবক সদস্যের পদে সর্বমোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, অভিভাবক সদস্যদের নির্বাচনে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন জনি, দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন দুলাল মিয়া, তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান ও চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুছ ছালাম প্রতিষ্ঠাতা সদস্য, সাইদুর রহমান দাতা সদস্য, অনিক লাল বিশ্বাস ও মো. ফজলুর রহমান সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং সহকারি শিক্ষিকা মল্লিকা রায় সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মনোনিত হয়েছেন।
মন্তব্য করুন