বড়লেখায় ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে স্রোতে তলিয়ে যাওয়া শিশুকে উদ্ধারে আসছে ডুবুরিদল

June 7, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট ও বসতবাড়ি। প্লাবিত হয়েছে উপজেলার নিচু এলাকা। বৃহস্পতিবার ৬ জুন বিকেলে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ছড়ার স্রোতে হারিয়ে গেছে সাদিবুল ইসলাম নামে পাঁচ বছরের এক শিশু। সে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিমের ছেলে। তাকে উদ্ধারের জন্য স্থানীয় দমকল বাহিনী সিলেট দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দিয়েছে। সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পৌঁছে ডুবুরিদল উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত আটটায় শিশুটির সন্ধান পায়নি তারা। জানা গেছে, গত বৃহস্পতিবারের ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার সোয়ারারতল গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত দেওছড়ায় প্রবল স্রোত নামে। এই ছড়ার তীরেই ইউপি সদস্য আব্দুর রহিমের বসতবাড়ি। বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির সবারঅজান্তে তার শিশুপুত্র সাদিবুল ইসলাম ছড়ায় পড়ে যায়। মুহুর্তেই প্রবল স্রোতেসে পানিতে ডুবে হারিয়ে যায়। সাবেক ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, ছড়ার পানিতে ডুবে যাওয়ার খবর পেয়েই তিনিসহ আরো অনেকে তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ছড়ায় প্রবল স্রোত থাকায় তার সন্ধান পাননি। পরে বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। বড়লেখা দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোল্লা শামিম আহমদ জানান, এখানে কোনো ডুবুরি নেই তাই তারা ছড়ার পানিতে পড়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য সিলেট বিভাগীয় ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দিয়েছেন। তারা সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পৌঁছার উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত আটটা পর্যস্ত সন্ধ্যান পাওয়া যায়নি ছড়ায় তলিয়ে যাওয়া শিশুটির।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com