বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা আদায়

March 24, 2024,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী, পৌরসভা মার্কেট, দক্ষিণভাগ বাজারসহ বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ফল ও খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। এসময় নানা অনিয়মের দায়ে চারটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
উক্ত তদারকি অভিযানে নানা অনিয়মের দায়ে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীর চাঁন মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা, পৌর মার্কেটের মামা ভাগিনা মাংস বিতানকে ৩ হাজার টাকা, দক্ষিণভাগ বাজারের দ্বীপা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, রীমা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com