বড়লেখায় ২০ জন দুস্থ নারীর কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

April 18, 2024,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ২০ জন অসহায় ও দুস্থ নারীর কর্মসংস্থানের জন্য বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে (চ্যারিটি নং-১১৯১৫১৩) স্বাবলম্বী প্রকল্পের আওতায় ২০টি সেলাই মেশিন বিতরণ করেছে। মঙ্গলবার বিকেলে সুজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
বড়লেখা ফাউন্ডেশনের ট্রাস্টি ও সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. সফিকুল হকের সভাপতিত্বে সংগঠক ও সমাজসেবক নাদের আহমদের পরিচালনায় সেলাই মেশিন বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু, ফাউন্ডেশনের উপদেষ্ঠা ডা. নজরুল ইসলাম, প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টু, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল আছ, সহসভাপতি রহিম বক্ত মুসা, অধ্যাপক রফিক উদ্দিন, বড়লেখা পৌর কাউন্সিলার কবির আহমদ, ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রফিকুল ইসলাম রাফি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com