বড়লেখা উপজেলা পরিষদের কর্মচারি দেবব্রত গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা পরিষদের কর্মচারী (ষাট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর) দেবব্রত দেব বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চিকিৎসকরা বলেছেন, অব্যাহত মানসিক চাপের কারণে অস্বাভাবিকভাবে তার প্রেসার বেড়ে যাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
সময়মত তাকে হাসপাতালে নিয়ে না আসলে বড়ধরণের ক্ষতির আশংকা ছিল। অবস্থার উন্নতি না হলে রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলা পরিষদের কর্মচারী দেবব্রত দেব’কে কতিপয় ব্যক্তি নানাভাবে চাপ দিয়ে আসছিল। এতে তিনি মারাত্মক ডিপ্রেশনে ভোগছিলেন।
সহকর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুরে দেবব্রত দেব অফিসে কাজ করছিলেন। কর্মকালিন তার মোবাইল ফোনে বেশ কয়েকটি কল আসে।
এরপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, হাই ডিপ্রেশনে অস্বাভাবিকভাবে তার প্রেসার বেড়ে গেছে। পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি না হলে সিলেটে রেফার করতে হবে।
মন্তব্য করুন