বড়লেখা পাবলিকেশন সোসাইটির ইফতার মাহফিল ও সংবর্ধনা
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘বড়লেখা পাবলিকেশন সোসাইটি’র ইফতার মাহফিল ও কানাডা ভ্রমণ উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাতাবকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শুক্রবার চন্ডিনগর তাহফিযুল কোরআন মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান।
সংগঠনের সহসভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সোসাইটির উপদেষ্টা নিয়াজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, সংগঠনের উপদেষ্ঠা জাকির হোসেন মাস্টার, শাহাব উদ্দিন, আহমেদ জাকারিয়া, সাদিকুর রহমান সাহেদ, সংগঠনের সাধারণ সম্পাদক (সংবর্ধিত) ইকবাল হোসেন মাতাব, উপদেষ্টা নুরুল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আলম আহমেদ, সামছুদ্দিন আব্দুল আহাদ প্রমুখ।
মন্তব্য করুন