বরেণ্য লেখক ও শিক্ষাবিদ শান্তনু কায়সারের স্মরণসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ সাহিত্যের ছোট কাগজ ফসল’র আয়োজনে বরেণ্য সাহিত্যিক ও শিক্ষাবিদ শান্তনু কায়সারের স্মরণসভা হয়েছে মৌলভীবাজারে।
২১ এপ্রিল শুক্রবার বিকেলে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আহমদ আফরোজের সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন ফসল’র সম্পাদক মো. আব্দুল খালিক।
শান্তনু কায়সারের জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণ করে কথা বলেন, লোক গবেষক মাহফুজুর রহমান, শান্তনু কায়সারের সহকর্মী অধ্যাপক মো. শাহজাহান, কবি ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, লোক গবেষক আহমদ সিরাজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক পার্থ প্রতীম চক্রবর্তী, রেডিও পল্লী কণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, কমলগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীপংকর শীল।
এসময় বক্তারা বলেন, শান্তনু কায়সার একজন খ্যাতিমান ও বহুমাত্রিক লেখক ছিলেন। বাংলা সাহিত্যের মননশীল ধারায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অসময়ে তাঁর প্রয়াণ বাংলা সাহিত্যে যে শূন্যতা সৃষ্ঠি করেছে সেটা অপূরণীয়।
১১ এপ্রিল শক্তিমান এই লেখক মুত্যুবরণ করেন। ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটকসহ তিনি প্রায় ৪৫টি গ্রন্থ লিখেছেন। সৃজনশীল এই লেখক বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পদক, অদ্বৈথ মল্লবর্ম সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেন।
মন্তব্য করুন