বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার জেলায় বই উৎসব পালিত
January 1, 2017,
স্টাফ রিপোটার॥ বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। ১ জানুয়ারি রোববার দূপুরে জেলা শহরের বাজার বালিকা প্রাথমিক বিদ্যালয়, আলী আমজাদ প্রাথমিক ও বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু বিদ্যালয়, রাজনগর শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে বই তুলে দেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল প্রমুখ।
মন্তব্য করুন