বাঁশ কাটতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

December 3, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাড়ির তিন তলা ছাদের উপর বাঁশ কাটার সময় ছাদ থেকে পড়ে আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ৩ ডিসেম্বর দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুস শহিদ একই গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুস শহিদ শনিবার দুপুরে তার নিজ বাড়ির তিন তলায় ছাদের উপর থেকে বাঁশ কাটতে উঠেন। এ সময় তিনি অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে যান। পরে পরিবারের লোকজন থাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজি ছাদ থেকে পড়ে আব্দুস শহীদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com