বাংলাদেশটা জলে ভাসা পদ্ম নয়, একটা শিকর আছে-পীযূষ বন্দ্যোপাধ্যায়

July 30, 2022,

বিকুল চক্রবর্তী॥ “সম্প্রীতির পথে, সাফল্যের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্প্রীতি বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এসময় তিনি বলেন, বাংলাদেশটা জলে ভাসা পদ্ম নয়, বাংলাদেশটার একটা শিকর আছে। মাত্র ৫% সা¤প্রদায়িক গোষ্ঠীর জন্য আমরা দেশটাকে সা¤প্রদায়িকতার বেড়াজাল থেকে মুক্ত করতে পারছি না । ধর্মান্ধ সা¤প্রদায়িক এ শক্তিকে রুখে দিতে সর্বস্তরের আজ ঐক্যের প্রয়োজন।
শুক্রবার ২৯ জুলাই রাতে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত মতবিনিময় সভার সম্প্রীতি বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির, সম্প্রীতি বাংলাদেশ শ্রীমঙ্গলের সদস্য সচিব আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু সহ বিভিন্ন ধর্মালম্বী ও জনগোষ্টীর শতাধিক লোক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পাকিস্তান আমলে আমাদের রাষ্ট্রটা ছিল সাম্প্রদায়িক কিন্তু সমাজ ছিল অসা¤প্রদায়িক আর এখন আমাদের রাষ্ট্রটা অসা¤প্রদায়িক কিন্তু সমাজের একটা অংশ হয়ে গেছে সা¤প্রদায়িক।
তিনি বলেন, আমাদের ভাবতে হবে আমরা বহমান সময়ের সঙ্গে আমাদের যে যাত্রা প্রগতির রথে চড়ে অগ্রগতির পথে, আমরা কি সে যাত্রা করবো ইতিহাসের উল্টো পথে? সময় এসেছে আমাদের আবারো ১৯৫২, ১৯৫৪, ১৯৬৯ আর একাত্তরের মত একতাবদ্ধ হয়ে হিংস্র শকুনের দলকে রুখে দেওয়ার।
তিনি বলেন, আমাদের ইতিহাস হাজার বছরের ইতিহাস মিলন আর সম্প্রীতির ইতিহাস। ঘৃণ্য সাম্প্রদায়িকতার সেখানে স্থান নেই, স্থান নেই একাত্তরের পরাজিত শক্তির। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে আজ ঐক্য প্রয়োজন। ধর্মের দোহাই দিয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ জলাগুলি দিতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধর্ম যার যার, বাংলাদেশ আমার- এই বোধ আজ নতুন করে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
এসময় সভায় সাম্প্রতিক সময়ে ও অতীতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন সাংবাদিক, শিক্ষকসহ সকল শ্রেণীর ব্যক্তিবর্গরা। একই সাথে এই অপ শক্তিকে ঐক্যবদ্ ভাবে মোকাবেলা করার প্রতিশ্রুত হন সবাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com