কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে বাংলাদেশি যুবক আটক

September 23, 2024,

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে খয়জুর আলী (২৬) নামের এক বাংলাদেশি যুবককে আটক করে থানায় দিয়েছে বিজিবির সদস্যরা।

সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। খয়জুর পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার। তিনি বলেন, রবিবার ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন খয়জুর। এ সময় তার কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে খয়জুর বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করেন বিজিবির সদস্যরা।

ওসি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে খয়জুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com