বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ মার্চ বাদ এশা স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ইউসুফীর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফেরদাউস আহমদ, সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, সহ-সভাপতি মাওলানা মর্তুজ আলী, সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও আবুল কাশেম আজাদী, বায়তুলমাল সম্পাদক হাফেজ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাইমুল ইসলাম, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, মাওলানা নুরুল আনওয়ার, মাওলানা আজিজুল হক সিরাজী, সদস্য মুহাম্মদ আব্দুস সামাদ, হাফেজ আব্দুল মুমিন প্রমুখ।
বৈঠকে একাধিক সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে আগামী ১৮ রমজান ইফতার মাহফিলের আয়োজন করা এবং শ্রীমঙ্গল উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে উপজেলার প্রতিটি পৌরসভা -ইউনিয়ন এবং ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিসের আয়োজন এবং শাখা গঠন করা।
বৈঠক শেষে দেশ জাতী ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়ে কেরামের মুক্তির জন্য মোনাজাত করা হয়।
মন্তব্য করুন