বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তাদের ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 29, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এবং প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ), শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং তিনটি প্রকল্পে কর্মরত বিভিন্ন পর্যায়ের ২৬ জন কর্মকর্তাদের ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক এক প্রশিক্ষণ কোর্স ২৯ অক্টোবর শনিবার প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ), শ্রীমঙ্গলে শুরু হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন এবং কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ (তিন) দিনব্যাপী উক্ত কোর্সের আয়োজন করা হয়েছে।

প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো: গোলাম মাওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলী, পরিচালক, বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং এম. আমিনুর, ব্যবস্থাপনা উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট (বিআইএম), ঢাকা। প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে মো: আলাউদ্দিন, প্রাক্তন অতিরিক্ত সচিব ও সার্বক্ষনিক সদস্য, জাতীয় নদী রক্ষা কমিশন, ঢাকা এবং মো: বদরুল আলম, প্রাক্তন পরিচালক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উপস্থিত থাকবেন। কর্মশালায় বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই, পিডিইউ এবং পঞ্চগড়, লালমনিরহাট ও বান্দরবান প্রকল্পে কর্মরত ২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com