বাংলার নাট্যলোকের উদ্যেগে ঈদ পুনমিলনী, বস্ত্র ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ ব্রিটেন প্রবাসী সোহাগ মিয়ার সৌজন্যে সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন বাংলার নাট্যলোকের ঈদ পুনমিলণ এবং সংগঠনের কর্মী ও সুবিধা বঞ্চিত ৭০ জনের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
১০ মে মঙ্গলবার বাংলার নাট্যলোক মৌলভীবাজার’র সভাপতি সাংবাদিক দুরুদ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুবেল খানের পরিচালনায় মৌলভীবাজার পৌরসভার হল রুমে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্রিটেন প্রবাসী সোহাগ মিয়া, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার’র সভাপতি ও চ্যানেল এস পরিচালক নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক, কাউন্সিলর ও সাংবাদিক এডভোকেট পার্থ সারথি পাল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলার নাট্যলোক এর সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিবার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সুদীপ দাস, মিনু থিয়েটার সভাপতি সাইফুল ইসলাম সোহেল, বাংলার নাট্যলোক মৌলভীবাজার’র উপদেষ্টা অধ্যাপক ফেরদৌসী সুলতানা, দুদু মিয়া, ছদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আয়ুব আলী খান। উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের কর্মী সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ পুনমিলণের আনন্দে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বাংলার নাট্যলোক মৌলভীবাজার’র কর্মীগণ এবং উপকারভোগী সুবিধা বঞ্চিতদের হাতে বস্ত্র ও খাবারের প্যাকেট তুলে দেন।
মন্তব্য করুন