বাইসাইকেল পেলেন ৩০ গ্রাম পুলিশ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের ৩০জন সদস্যকে বাইসাইকেল দেওয়া হয়েছে।
৮ নভেম্বর রবিবার দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল গুলো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় এসব বাইসাইকেল কিনে দেওয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
একই অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩০জনের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক, ৩০জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের মাঝে প্রতিস্থাপন সম্মানী ভাতার বই তুলেন দেন প্রধান অতিথি।
মন্তব্য করুন