বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

April 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রামের বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা।
২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ মৌলভীবাজার জেলার আহবায়ক মইনুর রহমান মগনুর সভাপতিত্ব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ। সমাবেশে বক্তারা বলেন বাঁশখালিতে শ্রমিক হত্যার দায় এই সরকারকেই নিতে হবে। শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার সাপেক্ষে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়াও শিক্ষার্থী মুনিরার আত্মহত্যায় প্ররোচনাকারী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com