বাসদের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ বাসদ মৌলভীবাজার জেলা শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন।
১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ মৌলভীবাজার জেলা কার্যালয়ে বাসদ মৌলভীবাজার জেলার এক সাধারণ কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড মঈনুর রহমান মগনু মৌলভীবাজার জেলা শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কমরেড মঈনুর রহমান মগনু বলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সারা দেশের সকল শ্রমজীবী ও শোষিত- নির্যাতিত মানুষকে সাথে নিয়ে পুঁজিবাদী রাষ্ট্রশক্তি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। রাষ্ট্র যতদিন পর্যন্ত জনগণের রাষ্ট্রে পরিনত না হচ্ছে ততদিন এই শোষণ নিপিড়নের মাত্রা বরং বৃদ্ধি পাবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আপনাদের আহবান জানাচ্ছে পুঁজিবাদী ব্যক্তি মালিকানার সমাজ উচ্ছেদ করে সমাজতন্ত্র- সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষে সংগ্রামে শামিল হওয়ার।
মন্তব্য করুন