বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌছে দিলো শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ

তোফায়েল পাপ্প॥ শ্রীমঙ্গলে কলেজ ছাত্রলীগের উদ্যোগে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহ¯পতিবার ২১ মে রাতে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারন স¤পাদক উজ্জ্বল কান্তি দাশ’র নেতৃত্বে প্রধানমন্ত্রী পক্ষ থেকে ১০০ টি পরিবারের বাড়ি গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয় ছাত্রলীগের কর্মীরা।
এসব উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, ,কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন আহমেদ, সাজ্জাত আহমেদ, ঝলক দাশ, মোহন মিয়া, ফয়ছল আহমেদ, রাহি আহমেদ, সম্রাট আহমেদ, মঞ্জুর জনি, আবিদুল হক মিফতা, সম্রাট দেব ইমতিয়াজ হোসেন, ইমতিহাজ হাদি, কংকন রায়, আবুবক্কর, অপু দাশ, রিয়ন আহমেদ, সুমন মিয়া দেলোয়ার, সফিকুর সহ শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত বলেন, ঈদুল ফিতরের বাকি আর মাত্র ৩ দিন। করোনাভাইরাস এর আক্রমণে জর্জরিত দেশ। এমতাবস্থায় আমাদের চারপাশের কর্মহীন মানুষেরা খাদ্য সংকটে পড়েছে। আমরা ছাত্রলীগ কর্মী ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের পাশে সামান্য ঈদ উপহার নিয়ে দাঁড়িয়েছি। আমরা রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দিয়েছি।
মন্তব্য করুন