বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী পৃথক ভাবে পালিত

স্টাফ রিপোর্টার॥ বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৮৭ তম জন্ম বার্ষিকী পালন করে বিএনপির একাংশ। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বাদ যোহর মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ চৌমুহনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি’র সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, যুবনেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ চেয়াপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।
মন্তব্য করুন