বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার জুড়ীতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড ও অর্থদন্ড রায় ঘোষনা
জুড়ি প্রতিনিধি॥ জুড়ীতে ভ্রাম্যমান আদালত এক মাদক ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড ও অপর দুই মাদক ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদ- প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) এএসএম ইবনুল হাসান ইবেন।
৪ মে বুধবার জানা গেছে, বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন ফুলতলা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আনফর আলীর বসত ঘর তল্লাসী করে ১৭ বোতল অবৈধ ভারতীয় মদ, ফেনসিডিল, বিয়ার ও ১শ’ গ্রাম গাজাসহ আনফর আলীর ছেলে আজাদ মিয়া, কুলাউড়া উপজেলার বাদে মনসুর গ্রামের আফজল আহমদের ছেলে শাহরিয়ার (৩৫) ও মৃত হরেন্দ্র বর্ধনের ছেলে সুনিল বর্ধনকে গ্রেফতার করেন। বুধবার বিজিবি মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করলে অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালত মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে ১ মাসের কারাদ- এবং শাহরিয়ার (৩৫) ও সুনিল বর্ধনকে ১৬ হাজার টাকা অর্থদ-ের রায় ঘোষনা করেন। এসময় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্লাহ খান, বিজিবি সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম জানান, ভ্রাম্যমান আদালত ঘোষিত ১ মাসের কারাদ-প্রাপ্ত মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন