বিভিন্ন অপরাধে জুড়ীতে ৫ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে বিভিন্ন অপরাধে ৫ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএসটিআই অনুমোদন ছাড়া বেকারী পরিচালনা করায় ভবানীপুর গ্রামে হেলু মিয়ার পুত্র মোঃ সাচ্চুকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ (১) ধারার ৪১ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা এবং একই ভাবে দই তৈরি ও বিক্রি করায় একই ধারায় ভবানীগঞ্জ বাজারস্থ বনলতা মিষ্টি ঘরের মালিক ইকবাল আহমদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রাস্তার উপর ও পাশে গাছ, রড ও স্টিলের মালামাল রাখায় ভোগতেরা গ্রামের মো: বদরুল, মবশ্বির আলী ও দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের আব্দুল কাইয়ূমকে (সানরাইজ ট্রেডার্স) ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়।
এ সময় বিএসটিআই, সিলেট এর পরিদর্শক ও জুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন