বিশিষ্ট পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
February 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ বিশিষ্ট কলামিস্ট ও পরিবেশবাদী ব্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী ২৩ ফেব্রƒযারী মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।
তিনি জানান, পরিবেশ সহ দেশের বিভিন্ন জাতীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর এসকল বিশেষ কর্মকাণ্ডের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
মন্তব্য করুন