বিষপান করে আলাপুর গ্রামে এক কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার॥ বেলাল মিয়া (১৬) নামে এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া যায়। বুধাবর ৩ জুন সদর উপজেলার ১নং খলিলপুরইউনিয়নের আলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বেলাল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের ছত্তার মিয়ার ছেলে।
জানাযায় নিহত বেলাল মিয়া তার মা মৃত্যু বরণের পর থেকে মামার বাড়ি আলাপুর গ্রামে থেকে লেখাপড়া করতো। মঙ্গলবার ২ জুন রাতে তার মামার পকেট থেকে কিছু টাকা চুরি হয়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অভিমানকরে বিষপান করলে পরিবারের লোকজন থাকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।তারঅবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরপুর পুলিশ ফাঁড়ির দায়ীত্বরত কর্মকর্তা এস আই সাব্বির আহসান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,তার মামার সাথেঅভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সিলেটে কতোয়ালি একটি অপমৃত্যুমামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানা।
মন্তব্য করুন