বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শিশু মীর কে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শিশু মীর(৭৬) কে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ১৫ নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর মরহুমের হবীগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুহিলপুর গ্রামের মীর বাড়ীতে বাদ আসর দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দ্বিতীয় জানাজা নামাজের আগে এই মহান বীর কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি উসমানি এর নেতৃত্বে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) এসআই দস্তগির হবীগঞ্জ থেকে আগত রাষ্ঠ্রীয় মর্যাদা বিষয়ক দলের পুলিশের ৯ সদস্য জাতীয় এই বীরের লাশ কে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে প্রথমে লাশের উপর পুষ্পমাল্য অর্পন করেন এবং সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের যাবতীয় আনুষ্ঠনিকতা প্রদান করেন।
এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বাদ জুমা’আ হবীগঞ্জ শহরের অনন্তপুর এলাকার শাহজালাল জামে মসজিদের মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শিশু মীর বৃহষ্পতিবার রাতে সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন।
মন্তব্য করুন