ব্যতিক্রম অনুষ্ঠান করেছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি

September 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ‘শিক্ষা হোক আনন্দের, শিক্ষা হোক সবার’শিরোনামে এক ইভেন্টের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল প্রজেক্টেও ইভেন্ট শুরু হয়ে বেলা দেড় টাই ভেন্টে সাধারণ জ্ঞান, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফানুস খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’ র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের পরিচালনায় ইভেন্টের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়রসহ সভাপতি ইসমাইল মাহমুদ,ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব ইন্সপেক্টর মো. নোয়াব আলী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ভাড়াউড় চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা শরমিন প্রমুখ। অনুষ্ঠানে ৫০জন দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com