বড়লেখার কাঠালতলীতে করোনা রোগীদের জন্য ‘ফ্রি অক্সিজেন সেবা’ চালু

August 11, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় করোনা আক্রান্ত রোগীদেও সেবায় ‘ফ্রি অক্সিজেন সেবা’ চালু করেছে আল-আরাফা ইসলামী ব্যাংক কাঠালতলী বাজার শাখা।
১১ আগষ্ট বুধবার বিকেলে এই সেবা চালু করা হয়। এ উপলক্ষে ব্যাংক ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এসময় দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আল-আরাফা ইসলামী ব্যাংক কাঠালতলী বাজার শাখার পরিচালক ফরিদ উদ্দিন ও কামরুজ্জামান রাসেল, ব্যাংক কর্মকর্তা আরিফ হোসেন ও এমদাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের উদ্যোক্তা আল-আরাফা ইসলামী ব্যাংক কাঠালতলী বাজার শাখার পরিচালক ফরিদ উদ্দিন ও কামরুজ্জামান রাসেল বলেন, দেশে করোনা সংক্রমণ বেড়েছে। এতে হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অনেকে অক্সিজেন না পেয়ে অনেকে মারা যাচ্ছেন। তাই কেউ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সেজন্য আমরা চারটি সিলিন্ডার দিয়ে ফ্রি অক্সিজেন সেবা চালু করেছি।
করোনা আক্রান্ত কারও অক্সিজেনের প্রয়োজন হলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের বাড়ি ফ্রি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেব। এই সেবা পেতে হলে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com