বড়লেখার বাবুর সাথে জেলা ক্রিকেট নির্বাচকদের বিমাতাসুলভ আচরণ

April 20, 2017,

আবদুর রব॥ মৌলভীবাজারের বড়লেখার উদীয়মান ক্রিকেটার কয়েছ আহমদ বাবুর সাথে জেলা ক্রিকেট নির্বাচকরা বিমাতা সুলভ আচরণ করেছেন বলে স্থানীয় ক্রিকেট প্রেমী ও কোয়াব নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। তার চেয়ে অনেক কম পারফরমেন্সের খেলোয়াড়রা জেলা দলে স্থান পেলেও বাবুকে জেলা দলে না নেয়ায় বিভিন্ন মহলে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
১৫ এপ্রিল নির্বাচক মন্ডলী জেলা দল গঠন করেন।
জানা গেছে, ১ম বিভাগ ক্রিকেট লীগে ৪ ম্যাচে ৮৭ রানে ১৭ উইকেট পেয়েও জেলা ক্রিকেট দলে স্থান পায়নি বড়লেখার উদীয়মান ক্রিকেটার কয়েছ আহমদ বাবু। অথচ তার সাথে ১ম বিভাগে খেলে অনেক কম পারফরমেন্স করা খেলোয়াড় অলি ও আমিনুলকে অন্তর্ভুক্ত করা হল জেলা ক্রিকেট দলে। তারা সমান সংখ্যক ম্যাচ খেলে বাবু থেকে খারাপ পারফরমেন্স করেও জেলা দলে স্থান পায়। অলি ৪ ম্যাচে ৮৭ রানে ১০ উইকেট এবং আমিনুল ৩ ম্যাচে ৭৬ রানে ৮ উইকেট সংগ্রহ করে। যা বাবুর চেয়ে অনেক খারাপ পারফরমেন্স।
বড়লেখার ক্রিকেট প্রেমী ও ক্রিকেট বোদ্ধাদের দাবি বাবুর পারফরমেন্স বিবেচনা করে তাকে জেলা ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা হোক।
বড়লেখা উপজেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সাধারন সম্পাদক ও ক্রিকেট কোচ হারুনুর রশীদ বাদশা জানান, বাবুর পারফরমেন্স ভাল থাকা সত্ত্বেও তাকে জেলা দলে অন্তর্ভুক্ত না করায় বড়লেখার ক্রিকেট অঙ্গন খুবই হতাশ। নির্বাচকদের বিমাতাসুলভ আচরণে উদীয়মান ক্রিকেটাররা উৎসাহ হারিয়ে ফেলছে। এধরনের অবিচার চললে ভবিষ্যতে এখান থেকে ক্রিকেটার গড়ে উঠবে না।
এব্যাপারে মৌলভীবাজার জেলা ক্রিকেট দলের কোচ ও নির্বাচক কমিটির সদস্য রাসেল আহমদ জানান, তার থেকে ভাল পারফরমেন্সের খেলোয়াড়দের দলে নেয়া হয়েছে। ৫ সদস্যের নির্বাচক মন্ডলীর সিদ্ধান্তেই জেলা দল গঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com