বড়লেখায় আলহাজ শামছুল হক ফাউন্ডেশন ২ হাজার পরিবারে পৌঁছালো ঈদ সামগ্রী

আব্দুর রব॥ বড়লেখার আলহাজ আলহাজ্ব সামছুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার সুজানগর ইউনিয়নের ২ হাজার পরিবারের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সামছুল হক ও সেচ্ছাসেবক দল রোববার ও সোমবার বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেন।
ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামছুল হক, সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান নছিব আলী, জামেয়া ইসলামিয়া আজিমগঞ্জ দারুল উলুম টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদর উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, সাবেক ইউপি চেয়ারম্যান ছাব্বির আহমদ, সমাজসেবক ফখরুল ইসলাম (সুনু মিয়া), সমাজসেবক আব্দুল বাছিত, তাজ উদ্দিন শেখ, দক্ষিণভাগ মোহাম্মদীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওসার আহমদ, বাবুল আহমদ, বদরুল ইসলাম, জামাল আহমেদ, লিমন আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন