বড়লেখায় এসিল্যান্ডের অভিযানে জব্দ বটগাছের প্রকাশ্য নিলাম
October 22, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় সরকারী ভুমি (গোরস্থান) থেকে কেটে নেয়ার পর প্রশাসনের জব্দ করা বটগাছের অংশবিশেষের প্রকাশ্য নিলাম কার্যক্রম ২১ অক্টোবর বুধবার দুপুরে দক্ষিণভাগের স্থানীয় একটি স-মিলে অনুষ্ঠিত হয়েছে। নিলাম পরিচালনা করেন ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা নুরুল ইসলাম। এ প্রকাশ্য নিলামে ৭ ব্যক্তি অংশগ্রহণ করেন। ১৩ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে জব্দ বটগাছের অংশবিশেষ (১০ টুকরো) ক্রয় করেন মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী।
এসময় সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী ভুমি কর্মকর্তা সুব্রত কুমার দাস, ইউপি মেম্বার মুহিবুর রহমান কামাল প্রমুখ।
মন্তব্য করুন