বড়লেখায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা পুলিশের মাস্ক সপ্তাহ শুরু

November 26, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা পুলিশের উদ্যোগে ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে মাস্ক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সচেতনতামুলক আলোচনা সভা, সড়কে যানবাহণের চেকপোষ্ট, স্টিকার স্থাপন, লিফলেট ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

ওসি জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও এসআই আবু সাইদের পরিচালনায় থানা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক লুৎফর রহমান চুন্নু, পৌরসভার উপ-প্রকৌশলী আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, উপজেলা স্কাউট সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

সভা শেষে মাস্কধারীদের পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া যাদের মূখে মাস্ক ছিল না, তাদের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক পরিধান ব্যতিত ঘরের বাহিরে বের না হওয়ার শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার সর্বাত্মক সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com