বড়লেখায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড়শতাধিক কৃতি শিক্ষাথীকে ডিগ্রি কলেজ ছাত্রলীগ সংবর্ধনা দিয়েছে।
২৪ মে বুধবার বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ্ আহমদ জুয়েল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মেহেদী হাসান কবির, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাধারণ সম্পাদক রাহেন পারভেজ রিপন, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ আহমদ প্রমুখ।
মন্তব্য করুন