বড়লেখায় চাঞ্চল্যকর আমির হত্যা মামলার ১ আসামি গ্রেফতার

November 14, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় চাঞ্চল্যকর আমির উদ্দিন (৬৫) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামী আব্দুল্লাহ (২৬) উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ৯ সেপ্টেম্বর রাতে প্রতিপক্ষের নির্মম হামলায় আহত দিনমজুর আমির উদ্দিন সিলেট ওসমানী হাসপাতালে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পাড়ি জমান না ফেরার দেশে।

জানা গেছে, ৯ সেপ্টেম্বর রাতে নিজ বাহাদুরপুর ইউপির (এরাল বিলের) বাউরিলখাল এলাকায় অস্থায়ী বসতঘরে দিনমজুর আমির উদ্দিন ও তার স্ত্রী বিলকিছ বেগমের ওপর স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। বিলকিছ বেগম চিৎকার করলে তার চুল কেটে রাস্তায় ফেলে রেখে আমির উদ্দিনকে পাশবর্তী টিলায় নিয়ে উপর্যুপুরী আঘাতে তার দুই পা, দুই হাত, কোমর ভেঙ্গে দেয়। মাথার এক পাশ দিয়ে শিকল ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে, জিহ্বার একাংশ কেটে ফেলে। দুই কানের ভিতরে ছিদ্র ও ঘাড় ভেঙ্গে  দেয়। পরে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে যায়। ভোরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আমির উদ্দিনের মেয়ে জেনেফা বেগম জেবা ১১ সন্ত্রাসীর নাম উল্লেখ করে বড়লেখা থানায় মামলা করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেব নাথ জানান, আমির হত্যা মামলার এৎাহার নামীয় আসামী আব্দুল্লাহকে শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com