বড়লেখায় চিকিৎসক সহকারীর ছুরিকাঘাতে ঔষধ কোম্পানীর প্রতিনিধি আহত ঘটনাকারী গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় চিকৎসক সহকারী নজরুল ইসলামের ছুরিকাঘাতে অপসোনিন ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সুজন আহমদ গুরুতর আহত হয়েছেন। ২ মে সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডা: আজিম উদ্দিনের চেম্বারে হামলার এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাকারী নজরুল ইসলামকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, অপসোনিন ফার্মাসিউটিকেল কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সুজন আহমদ সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডাক্তার আজিম উদ্দিনের চেম্বারে গিয়ে তার সাথে দেখা করতে চাইলে চিকিৎসকের এটেনডেন্স (সহকারী) নজরুল ইসলাম বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল ইসলাম ধারালো ছুরি দিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত করলে সুজন আহমদ মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাকারী নজরুল ইসলামকে আটক করে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, মাথা, ঘাড় ও বুকের স্টেপিং গুরুতর হওয়ায় আহত সুজন আহমদকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান অপসোনিনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সুজন আমহদকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় নজরুল ইসলামকে আটকের সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন